Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুচা হত্যাকাণ্ড প্রশ্নে ‘যুদ্ধাপরাধ বিচারের’ আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২২ ১৩:৪৫

জো বাইডেন, ছবি: সংগৃহীত

ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ প্রশ্নে যুদ্ধাপরাধ বিচারের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করতে চান।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করে জো বাইডেন স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগেও পুতিনকে একজন যুদ্ধাপরাধী এবং ক্রেমলিনের চরম উস্কানিদাতা হিসেবে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই লোক (পুতিন) নিষ্ঠুর এবং বুচায় কী ঘটছে তা সকলে দেখেছেন। পুতিন একজন যুদ্ধাপরাধী। এ ব্যাপারে বিচার করতে আমাদের বিস্তারিত জানতে হবে।

বাইডেন বলেন, তিনি এখনো আরও নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করছেন। খবর এএফপি’র।

সারাবাংলা/এএম

টপ নিউজ পুতিন বাইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর