Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ১১:২০

মুন্সীগঞ্জ: সদর উপজেলায় জমিতে আলুক্ষেত পাহারা দেওয়ার সময় মিজান হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আব্দুর রহমান নামের আরেক যুবক আহত হয়েছেন।

গতকাল সোমবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে আধারা ইউনিয়নের সোমার ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম স্থানীয় আলী আকবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোমার ঢালীকান্দি এলাকায় জমি থেকে তোলা আলু পাহারা দিচ্ছিলেন নিজাম ও আব্দুর রহমান। রাত ২টার দিকে সেখানে হামলা চালায় প্রতিপক্ষ মিজিকান্দি এলাকার মেহেদী হাসান ওরফে সুপার মিজিসহ চার-পাঁচজনের দল।

এসময় মিজানকে কুপিয়ে জখম ও আব্দুর রহমানকে পিটিয়ে আহত করেন হামলাকারীরা। এ সময় দৌঁড়ে আব্দুর রহমান প্রাণে বাঁচলেও ঘটনাস্থলে মৃত্যু হয় মিজানের।

নিহতের খালাতো বোন রেহানা বেগম বলেন, ‘সম্প্রতি আলু গাছ পরিচর্যা নিয়ে মিজানের সঙ্গে সুপার মিজির কথা কাটাকাটি হয়। এ থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে এ হামলার ঘটনা ঘটেছে।’

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব খান বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার জানিয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত যুবককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’ তদন্ত সাপেক্ষে এ হত্যাকাণ্ডের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

প্রতিপক্ষের হামলা মুন্সীগঞ্জ যুবক নিহত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর