Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল ফিতর সামনে রেখে এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ২১:৪০

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় খাদ্যশস্য সহায়তার জন্য ১ লাখ ৩৩০ দশমিক ৫৪ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার। ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশে উপজেলা ও পৌরসভায় এসব চাল বিতরণ করা হবে।

সোমবার (৪ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ চাল নিয়ে বলা হয়েছে, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ মোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল বিতরণের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

ভিজিএফ ভিজিএফ চাল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর