Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটিয়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

সারাবাংলা ডেস্ক
৪ এপ্রিল ২০২২ ২১:৩৪

চট্টগ্রাম ব্যুরো: পৌনে দুইশ বছরের পুরনো চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানানো হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীসহ পটিয়ার নাগরিক সমাজের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ বি এম আবু নোমান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, মধ্যযুগের অমর পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদ, ব্রিটিশ বিরোধী বিপ্লবী যাত্রা মোহন সেন, মুক্তমনা লেখক অধ্যাপক ড. আহমদ শরীফ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিতবিদ ড. আতাউল হাকিমসহ অসংখ্য গুণী ব্যক্তিত্বের স্মৃতি বিজড়িত পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান।

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পন্ডিত জওহরলাল নেহেরু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দিয়েছেন। গত ৫১ বছরে কয়েকবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা. সৈয়দ সাইফুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কাসেম, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, স্কুলের প্রধান শিক্ষক সুনীল কান্তি বড়ুয়া, সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি চন্দন কান্তি দাশ।

সারাবাংলা/আরডি/পিটিএম

জাতীয়করণের দাবি পটিয়া উচ্চ বিদ্যালয়