দুর্গাপুরে ১২ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ২০:২৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২২ ২০:৩০
৪ এপ্রিল ২০২২ ২০:২৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২২ ২০:৩০
নেত্রকোনা: নেত্রকোনার সীমান্তে দুর্গাপুরের শীর্ষ সন্ত্রাসী শুটার শামীমকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল।
সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান। শুটার শামীম দুর্গাপুর উপজেলার কাকড়াকান্দা এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শামীমের বিরুদ্ধে ১টি খুনের মামলা, ৭টি মারামারি, ২টি মাদক মামলা ও বিশেষ ক্ষমতা আইনে ২টিসহ মোট ১২ টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে তাকে দুর্গাপুরে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, র্যাব-১৪ এর একটি টিম তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এ আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এমও