Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদার তেরেসা গির্জায় মূর্তি ভাঙচুর, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ১৯:৩৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২২ ২০:৫২

জয়পুরহাট: কালাইয়ে খ্রিস্টানদের উপাসনালয়ে রাখা তিনটি মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জান্নাতুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ এপ্রিল) ভোরে কালাই উপজেলার হাটশেখা আদর্শগ্রামে অবস্থিত মাদার তেরেসা গির্জায় এ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত যুবক কালাই পৌরসভার মুলগ্রাম পূর্বপাড়া মহল্লার জাহিদুল ইসলামের ছেলে।

খবর পেয়ে জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, ওসি এসএম মুঈনদ্দীন ও পৌর মেয়র রাবেয়া সুলতানা ঘটনারস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাটশেখা আদর্শ গ্রামে দীর্ঘদিন ধরে মুসলিম-হিন্দু-খ্রিস্টান মিলে প্রায় শতাধিক পরিবার বসবাস করে আসছেন। সোমবার ভোরে পার্শ্ববর্তী মূলগ্রাম পূর্বপাড়া মহল্লার জান্নাতুল ইসলাম নামে এক যুবক হাটশেখা আদর্শ গ্রামের গির্জায় প্রবেশ করে মূর্তিগুলো ভেঙে ফেলে। সঙ্গে তাদের বই-খাতাগুলোও ছিড়ে ফেলে। খ্রিস্টান ধর্মের লোকজন জান্নাতুল ইসলামকে গির্জা ঘরে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতুলকে থানায় নিয়ে যায়।

মুর্তি ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘ওই যুবককে জিজ্ঞাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থল পরিদর্শন কালে জেলা প্রশাসক শরীফুল ইসলাম খ্রিস্টান ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, ‘অনাকাঙ্খিত যে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জয়পুরহাট টপ নিউজ মাদার তেরেসা গির্জা মূর্তি ভাঙচুর যুবক আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর