Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ১৭:৪১ | আপডেট: ৪ এপ্রিল ২০২২ ১৭:৪৯

ঢাকা: সাইবার অপরাধ দমন করতে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার অপরাধ বাড়ছে। ক্রমবর্ধমান এই অপরাধ থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। পুলিশ ছাড়াও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যেও সহযোগিতা বাড়াতে হবে।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে ভারতের নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আয়োজিত সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিকস বিষয়ক দ্বিতীয় জাতীয় কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পুলিশ প্রধান বক্তব্য দেন ‘স্ট্রেনদেনিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর কমব্যাটিং সাইবার ক্রাইম’ তথা সাইবার অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো বিষয়ে।

বক্তব্যে সাইবার অপরাধ কীভাবে ব্যক্তি থেকে আঞ্চলিক পর্যায় পর্যন্ত প্রভাব বিস্তার করে, সে বিষয়ে বিভিন্ন তথ্য ও ঘটনা তুলে ধরেন আইজিপি ড. বেনজীর। এসময় তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো সম্ভব হলে সাইবার অপরাধ প্রতিরোধ তুলনামূলকভাবে সহজ হবে।

সম্মেলনে ইন্টারপোলের প্রতিনিধি এবং জাপান, অস্ট্রেলিয়া ও মালদ্বীপের পুলিশ প্রতিনিধিসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

সারাবাংলা/ইউজে/টিআর

আইজিপি আইজিপি ড. বেনজীর আঞ্চলিক সহযোগিতা সাইবার অপরাধ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর