ইভটিজিংয়ের কথা স্বীকার করেছেন কনস্টেবল তারেক: ডিসি বিপ্লব
৪ এপ্রিল ২০২২ ১৬:০৭ | আপডেট: ৪ এপ্রিল ২০২২ ১৮:১৩
ঢাকা: কপালে টিপ পরার কারণে রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষক ড. লতা সমাদ্দারকে ইভটিজিং করার কথা স্বীকার করেছেন পুলিশ কনস্টেবল নাজমুল তারেক।
এ বিষয়ে তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, ‘ওই পুলিশ কনস্টেবলের পরিচয় নিশ্চিত হওয়ার পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। সে জানিয়েছে, অভিযোগকারী নারীর সঙ্গে একটা ঘটনা ঘটেছে।’
নাজমুল তারেক পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরে।
ডিসি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীও ঘটনার তদন্তের নির্দেশ দেন। পুরো তেজগাঁওয়ে কর্মরত পুলিশের সব সদস্য নিয়ে আমরা একযোগে তদন্তে নামি। সবার নিরলস প্রচেষ্টায় অভিযুক্ত পুলিশ সদস্যকে শনাক্ত করতে পেরেছি।’
পরবর্তী আইনানুগ পদক্ষেপ কী? সাংবাদিকরা জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, ‘সব জায়গায় ঘটনাটি নিয়ে আলোচনা হচ্ছে। সংসদেও এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনা হোক বা না হোক; আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করি। এক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি।’
তিনি বলেন, ‘অভিযোগকারী শিক্ষক ঘটনার বিবরণ উল্লেখ করে শেরেবাংলা নগর থানায় অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।’
ডিসি বিপ্লব আরও বলেন, ‘যা ঘটেছে তার সতত্য আমরা পেয়েছি। আগে অভিযুক্ত পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া জরুরি ছিল, সেটি করতে পেরেছি। এখন আমরা পরবর্তী প্রক্রিয়ায় যাব।’
আরও পড়ুন
কপালে টিপ পরায় শিক্ষিকাকে হয়রানি, প্রাণনাশের চেষ্টা
টিপ পরায় শিক্ষককে প্রাণনাশের হুমকি, অভিযোগের তদন্ত হচ্ছে
টিপ পরায় শিক্ষককে হেনস্তা: পুলিশের বিচার চেয়ে আল্টিমেটাম
টিপ পরায় ইভটিজিং— পুলিশ সদস্যের শাস্তি চাইলেন সুবর্ণা
সারাবাংলা/ইউজে/একে