Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ আত্মসাৎ: দেশত্যাগ করতে পারবেন না বানকো চেয়ারম্যান মুহিত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ১৪:৩৫ | আপডেট: ৪ এপ্রিল ২০২২ ১৫:৫১

ঢাকা: গ্রাহকের ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। মুহিতের পাসপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

সোমবার (৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরস্পর যোগসাজশে গ্রাহকের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতে অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন। আবদুল মুহিত ছাড়া ওই কোম্পানির পরিচালক মো. শফিউল আলম, ওয়ালিউল হাসান চৌধুরী, নূরুল ঈশাণ সাদাত, এ মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরীকে মামলায় আসামি করা হয়েছে।

এরপর গত বছরের ২৯ জুন দিন সকালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আবদুল মুহিতকে আটক করে।

এরপর ৩০ জুন আব্দুল মুহিতকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পরে বিচারিক আদালত এ মামলায় মুহিতকে জামিন দেন। ওই জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতের আবেদন করে দুদক। আজ আদালত মুহিতের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার পাশাপাশি তার জামিন বাতিলে রুল জারি করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

অর্থ আত্মসাৎ বানকো চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর