সিলেটে সংঘর্ষ থামাতে গিয়ে যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২২ ১৩:৫৯
সিলেট: জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সংঘর্ষ থামাতে গিয়ে কোরআনে হাফেজ মাওলানা সালেহ আহমদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (৪ এপ্রিল) সকালে স্থানীয় হরিপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার মধ্যরাত থেকে হরিপুরের পার্শ্ববর্তী হেমু হাউদপাড়া ও শ্যামপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। সকাল সাতটার দিকে ফের বিবদমান দু’পক্ষ অবস্থান নিলে হাউদপাড়া গ্রামের হাফেজ মাওলানা সালেহ আহমদ মধ্যস্থতায় এগিয়ে আসেন। এ সময় অপরপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর পুলিশ বাজারে অবস্থান নেওয়ায় উভয়পক্ষ এলাকায় ফিরে গেছে। জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানিয়েছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
সারাবাংলা/এএম