Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা ছাত্রের মৃত্যু: বাসচালক ও সহকারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ০০:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাসচাপায় সাত বছর বয়সী মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় ওই বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার স্বাধীনতা পার্কের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলো- মো. বেলাল হোসেন মানিক (২৩) ও মো. সোহেল (২৩)।

এদের মধ্যে মানিক নগরীর শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট রুটে চলাচলকারী ওই সিটিবাসের চালক এবং সোহেল তার সহকারী বলে র‌্যাব জানিয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আনোয়ার হোসেন ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘শনিবার দুপুরে দুর্ঘটনার পর বাস ফেলে মানিক ও সোহেল পালিয়ে যায়। রাতভর আমরা তাদের গ্রেফতারে অভিযান চালিয়েছি। কিন্তু তারা বারবার স্থান পরিবর্তন করছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের সর্বশেষ অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।’

গ্রেফতার দু’জনকে মাদরাসা ছাত্র নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় বাকলিয়া থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা জানান।

এর আগে, শনিবার বেলা ১২টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় বাসচাপায় মো. আদিব (৭) নামে এক শিশু মারা যায়। আদিব চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের মৃত সায়েম মাহমুদের ছেলে। নগরীর হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার আরবিয়া সালেহ দারুল ফোরকান ইসলামী একাডেমির হেফজখানা বিভাগের শিক্ষার্থী ছিল।

চাচা ওই মাদরাসার পরিচালক মো. শাহজালালের সঙ্গে বাড়ি থেকে মাদরাসায় ফিরছিল আদিব। শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষারত অবস্থায় বাস তাকে চাপা দেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

মাদরাসা ছাত্র মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর