Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ালটনে ২.১৬ মেগাওয়াট রুফটপ সোলার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ০০:০৯

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ১৮ মেগাওয়াটের মধ্যে প্রথম ফেজের ২.১৬ মেগাওয়াট রফটপ সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) এর উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সময় তিনি বলেন, ‘জ্বালানির বহুমুখী ও সাশ্রয়ী ব্যবহার বাড়াতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। সেজন্য জ্বালানির কো-জেনারেশন বা ট্রাই-জেনারেশন চালানোর উদ্যোগ নিতে হবে।’

বিজ্ঞাপন

নসরুল হামিদ বলেন, ‘সরকার বৈদ্যুতিক পণ্যের উপর Star Leveling Mark করতে যাচ্ছে, যাতে সহজেই বুঝা যায় পণ্যটি কতটা বিদ্যুৎ সাশ্রয়ী।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় ওয়াল্টনের গ্রিন এনার্জি ম্যানেজমেন্ট, ল্যাপ্টপ ইউনিট, মেবাইল ইউনিট, কম্প্রেসর ইউনিট, ফ্রিজ ইউনিট, মাদারবোর্ড ও সার্কিট ইউনিট প্রভৃতি ইউনিট পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘ওয়াল্টন প্রায় ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা প্রশংসার যোগ্য।’ জ্বালানির কো-জেনারেশনের জন্যও ওয়াল্টনকে তিনি ধন্যবাদ জানান।

প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে এত কর্মসংস্থান সৃষ্টি করার জন্য ওয়াল্টন পরিবারকে ধন্যবাদ। সরকার ব্যবসা করার পরিবেশ তৈরি করে দিয়েছে। ফলে বেসরকারি খাতের পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যা আমাদের অর্থনীতির আকার বড় করছে।’

ওয়ালটনের ব্যবস্থপনা পরিচালক গোলাম মুর্শেদ এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

ওয়ালটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর