Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁধের কাজে কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ২১:৫৮

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া নজরখালি বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। রোববার (৩ এপ্রিল) দুপুরে তাহিরপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ভেঙে যাওয়া নজরখালি বাঁধসহ ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পরিদর্শন করেন তিনি।

নজরখালি বাঁধ পরিদর্শন শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আগাম বন্যায় একটি বাঁধ ভেঙে কিছু ফসলের ক্ষতি হয়েছে। ঝুকিপূর্ণ বাঁধ মেরামত করতে সবাই একইসঙ্গে কাজ করছে। আর বাঁধের কাজে যদি কেউ অনিয়ম, দুর্নীতি করে থাকে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জে কিছু জায়গায় বোর ধান কাটা শুরু হয়েছে। আগামী ১০ এপ্রিল পুরোদমে বোরো ধান কাটা শুরু হবে। যদি একমাস সময় কৃষকরা হাতে পান তাহলে তারা তাদের সোনালী ফসল ঘরে তুলতে পারবেন।’

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. জহুরুল ইসলাম ও তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর।

উল্লেখ্য, সুনামগঞ্জে ১৫৪টি ছোট বড় হাওরে এবছর দুই লাখ ২২ হাজার হেক্টর বোরো ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/এমও

অনিয়ম নজরখালি বাঁধ বাঁধ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর