Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ২০:৩৯

ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জ উপজেলায় বজ্রাপাতে ফজলে রাব্বী নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে হুসনেয়ারা নামে আরও এক নারী। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম।

রোববার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। রাব্বী তান্নিরহাট গ্রামের লুৎফর রহমানের ছেলে। পীরগঞ্জ সরকারি কলেজে এইচএসসি’র ছাত্র ছিলো সে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে বৃষ্টির সময় করোনা ভ্যাকসিন নিয়ে বাগানবাড়ি হাট থেকে রাব্বী ও তার প্রতিবেশী হুসনেয়ারা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে মালগাঁও এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়। আহত ওই নারী প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ রয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুপুরের দিকে উপজেলার মালগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সারাবাংলা/এমও

কলেজছাত্রের মৃত্যু ঠাকুরগাঁও পীরগঞ্জ বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর