Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারি সফটওয়্যারে পাবলিক অ্যাকসেস থাকতে হবে’

স্টাফ করেসপনডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৯:১৬

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের অনেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে এগুলোর প্রসেসিং ও ব্যবস্থাপনা হচ্ছে। পাবলিকের টাকায় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তাই সরকারি সফটওয়্যারে পাবলিক অ্যাকসেস থাকতে হবে।

রোববার (৩ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘দ্য সফটওয়্যার অব প্রজেক্ট প্রসেসিং অ্যাপরাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড রিসার্স ম্যানেজমেন্ট সিস্টেম’র উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘পাবলিক অ্যাকসেস সব জায়গায় থাকতে হবে। দূরে দূরে থাকো- এই নীতি থেকে বের হতে হবে। পাবলিক যেন এর এক্সেস পায়। হাওর ও তিস্তার চরের মানুষও যেন এগুলোর অ্যাকসেস পায় সেই ব্যবস্থা করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা মহৎকাজের দিকে যাচ্ছি। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছি, আমরা একই বৃত্তের মানুষ। আজ একটি সফটওয়্যার উদ্বোধন করলাম। এটা সবার জন্য কাজে দেবে। সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প বেশি। তারা সফটওয়্যারের মাধ্যেমে অনেক কিছু করে থাকে। তবে সফটওয়্যার যেন হ্যাক না হয়, অসৎ উদ্দেশ্যকারীরা যেন এটাকে ভিন্ন দিকে প্রবাহিত না করে সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, ‘ডিজিটাল দেশ হিসেবে আমরা অনেক দূর এগিয়ে গেছি। ডিজিটালাইজেশন চমৎকারভাবে সময় ও খরচ বাঁচায়। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের সবাইকে নানা বিষয় নিয়ে আলোচনা করতে হয়েছে। শিক্ষাবিদ, গবেষক, শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করতে হয়। অনলাইনে মিটিংয়ে প্রায় দুই হাজার ছয়শ’ মানুষ অংশ নিয়েছিল। আমি ভাবি এগুলো অতীতে কীভাবে হতো। এনইসি সম্মেলন সবাইকে ডেকে এনে আবার তাদের আশা যাওয়ার খরচ ও সম্মানী সব মিলিয়ে অনেক ব্যয় হতো। কিন্তু সেই ব্যয় বাঁচিয়ে দিয়েছে অনলাইন বা জুম। ডিজিটালাইজেশন আমাদের কাছে বিস্ময়কর অগ্রগতি মনে হয়।’

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী প্রমুখ।

সারাবাংলা/জেজে/পিটিএম

অ্যাকসেস পাবলিক সরকারি সফটওয়্যার