Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের মিললো মৃত কচ্ছপ

লোকাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৮:৫০

কুয়াকাটা: কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে মৃত কচ্ছপের। যার ওজন আনুমানিক ২০-২৫ কেজি। রোববার (৩ এপ্রিল) দুপুর ১২টায় কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান পরিবেশেকর্মী জুয়েল রানা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য ও পরিবেশকর্মী জুয়েল রানা জানান, দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজে সৈকতে গেলে দেখি একটি মৃত কচ্ছপ জোয়ারে ভাসছে, পরে সেটাকে উপরে তুলে এনে নিরাপদ স্থানে মাটি চাপা দেই।’

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়। তাই এরা উপকূলে চলে আসে। আজ যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে তবে এটার বয়স ১৫-২০ বছর হতে পারে। আমরা কিছু স্যম্পল সংগ্রহ করে রাখছি।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই প্রাণিগুলোর মৃত্যু হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছি। তারা বিষয়টি খতিয়ে দেখবে।

সারাবাংলা/এমও

কুয়াকাটা মৃত কচ্ছপ সমুদ্র সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর