Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. বুলবুল হত্যা: দুই ছিনতাইকারীর দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৮:০২

ঢাকা: রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গরিবের চিকিৎসকখ্যাত ডা. বুলবুলের আহমেদকে খুনের মামলায় খুনের মামলায় দুই ছিনতাইকারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (৩ এপ্রিল) দুই আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ দেলোয়ার হোসেন। এরপর তদন্ত কর্মকর্তা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম আসামি সোলাইমানের এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আরিয়ান ওরফে হাফিজুলের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে ৩১ মার্চ এ দুই আসামিসহ চার ছিনতাইকারীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর দুই আসামি রায়হান ওরফে আপন এবং রাসেল হোসেন হাওলাদার রিমান্ডে রয়েছে।

জানা যায়, শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। ডা. বুলবুল চিকিৎসার পাশাপাশি ঠিকাদারি ব্যবসাও করতেন। ১৫ দিন আগে সরকারি কাজের টেন্ডার পান। গত ২৭ মার্চ ভোরে নোয়াখালী যাওয়ার জন্য ভোর পাঁচ টার দিকে বের হন। রিকশাযোগে কাজীপাড়া বেগম রোকেয়া স্মরণীতে নাভানা শোরুমের সামনে পৌঁছালে কয়কেজন তার রিকশার গতিরোধ করে আটকে দেয়। এরপর বুলবুলের কাছে থাকা স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে বুলবুল বাধা দেন। এ সময় ধ্বস্তাধস্তি হয়।

একপর্যায়ে সুইচ গিয়ার চাকু বের করে বুলবুলের ডান উড়ুতে আঘাত করে। এতে রক্ত বের হতে থাকে। তখন তারা ফোনটি নিয়েই পালিয়ে যায়। পরে রাস্তায় ছুড়িকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন রিকশাচালক ও পথচারী মিলে উদ্ধার করে স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী শাম্মী আক্তার অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

গরিবের চিকিৎসক ছিনতাইকারী ডা. বুলবুল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর