Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলএনজি আমদানিতে ৪০০০ কোটি টাকা ভর্তুকি— সংসদে নসরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৭:০৬

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এলএনজি আমদানিতে ২০২১-২২ অর্থবছরে পেট্রোবাংলাকে চার হাজার কোটি টাকা ভর্তুকি/অনুদান দিয়েছে অর্থ বিভাগ। রোববার (৩ এপ্রিল) চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, ‘২০২১-২০২২ অর্থবছরে এলএনজি আমদানি খাতে সর্বশেষ হিসাব অনুযায়ী পেট্রোবাংলার সর্বমোট ভর্তুকি চাহিদার পরিমাণ ছিল ২৩ হাজার ৩৬৭ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পেট্রোবাংলার বকেয়া ভ্যাট/এআইটি বাবদ অন্তর্ভুক্ত ছিল ৭ হাজার ৩২১ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ, শুধু এলএনজির দাম এবং রি-গ্যাসিফিকেশন চার্জ বাবদ পেট্রোবাংলার ভর্তুকি চাহিদা ১৬ হাজার ৪৬ কোটি টাকা। স্পট মার্কেট থেকে আমদানিকৃত এলএনজির জন্য অর্থ সংস্থান অধিক প্রয়োজন হওয়ায় ভর্তুকির পরিমাণ বিগত অন্যান্য বছরের তুলনায় বেড়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, আমদানিকৃত এলএনজির মূল্য বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এবং তেলের মূল্য ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলার বেড়েছে, যা রেকর্ড। ২০২০ সালের মার্চে ব্যারেলপ্রতি এলএনজির দাম ছিল ২২ দশমিক ৫১ মার্কিন ডলার। ২০২২ সালে সেই দাম এসে দাঁড়িয়েছে ১২০ মার্কিন ডলার।

তিনি আরও জানান, বর্তমানে প্রায় ১১ দশমিক ৫০ মার্কিন ডলার প্রতিমিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট হিসেবে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আমদানি করা হচ্ছে। অন্যদিকে, স্পট মার্কেট হতে সর্বশেষ ৩৬ দশমিক ৭০ মার্কিন ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট হিসেবে এলএনজি আমদানি করা হয়েছে ।

বিজ্ঞাপন

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে বৈশ্বিক গ্যাস বাজার অত্যন্ত অস্থিতিশীল। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই বাজারের এলএনজির দাম প্রায় সাড়ে চারগুণ বেড়েছে বলে জানান নসরুল হামিদ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

এলএনজি ভর্তুকি

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর