Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোর্চা করে লাভ নেই, আগামী নির্বাচনেও আ. লীগ জয়ী হবে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৫:৪৭ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ১৬:৪৩

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নাম সর্বস্ব দল নিয়ে মোর্চা গঠন করে লাভ হবে না। আমাদের বিশ্বাস জনগণ গত দুই বারের মতো আগামী নির্বাচনেও আওয়ামী লীগকেই ভোট দিয়ে নির্বাচিত করবে।

রোববার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকেই সরকার পতনের আন্দোলন করে আসছে বিএনপি। এরপরেও জনগণ আমাদের দুই বার ভোট দিয়ে নির্বাচিত করেছে। আগামী নির্বাচনেও তাদের এই হুমকির মধ্যেই জয়ী হবো। দেশ পরিচালনার দায়িত্ব পাবো। জনগণ আমাদের ভোট দেবে এটা আমাদের বিশ্বাস।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপি মোর্চা করেছে। তারা ডান, বাম, অতি ডান, অতি বাম নিয়ে মোর্চা করেছিল। মোর্চার মাধ্যমে নির্বাচনে অংশ নিয়েছে। ফলাফল মাত্র পাঁচটি আসন। এবারো তারা মোর্চা করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট আছে তো সেক্রেটারি নেই সেই ধরনের নাম সর্বস্ব দল নিয়ে তারা চেষ্টা করছে। চেষ্টা করা ভালো, কারণ চেষ্টার মধ্যে তারা থাকুক সেটা চাই। তবে তাদের এই চেষ্টায় কোনো লাভ নেই।

মন্ত্রী বলেন, বিএনপি আসলে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। খড়কুটো আকড়ে ধরে রাজনীতি টিকিয়ে রাখতে চায়। আসলে খালি কলসি বাজে বেশি।

এসময় দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দ্রব্যমূল্য সারা পৃথিবীতে বেড়েছে। পাকিস্তান, ইউরোপ, আমেরিকা সব দেশেই এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। শ্রীলংকার অবস্থা দেখুন। এর কারণ করোনা ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। আমাদের দেশে মূলত আমদানি নির্ভর পণ্যের দাম বেড়েছে। আপনারা জানেন স্বল্প আয়ের মানুষ যাতে কস্ট না পায় সেজন্য ১ কোটি ফ্যামিলি কার্ড করে দিয়েছে। যার প্রভাব বাজারে পড়েছে। যেসব পণ্যের দাম বেড়েছিল সেসবের দাম কমেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর