Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলা বাতিলে আসলাম চৌধুরীর আবেদন সরাসরি খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৫:৩৪

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রায় ৩২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ১৭ জুলাই আসলাম চৌধুরীসহ চার জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

রোববার (৩ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গত ৬ জানুয়ারি বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী, তার স্ত্রী ও দুই ভাইসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত।

মামলার আসামি হলেন, আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা, দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা চট্টগ্রামের আগ্রাবাদ শাখার এবি ব্যাংক থেকে ৩২৫ কোটি ৭৪ লাখ টাকা ঋণ নেন। পরে ঋণ পরিশোধ না করে সেই টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাস আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে দুদক ঢাকার উপপরিচালক মো. মোশারফ হোসাইন মৃধা ২০১৭ সালের ৭ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত আসলাম চৌধুরীরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

বিজ্ঞাপন

পরে ওই মামলা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। আসলাম চৌধুরী ২০১৬ সালের ১৫ মে থেকে কারাগারে রয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

দুদকের মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর