রাজধানীতে বাসচাপায় মাছ ব্যবসায়ী নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৫:১৯
৩ এপ্রিল ২০২২ ১৫:১৯
ঢাকা: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুরে যাত্রীবাহী বাসের চাপায় কমল চন্দ্র দাস (৪০) নামে এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা গেছেন। রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল্লাহপুর শ্যামলী বাস কাউন্টার সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।
উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কমল চন্দ্র দাস পরিবার নিয়ে দক্ষিণখান আমাইয়া এলাকায় থাকতেন।
এসআই আরিফুল ইসলাম জানান, মৃত ব্যক্তি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। সকালে ভ্যানে করে যাওয়ার সময় এনা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা কমল চন্দ্র ঘটনাস্থলেই মারা যান। ভ্যানচালক সামান্য আহত হন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ