Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজায় শ্রেণি কার্যক্রম কমিয়ে ছুটি বাড়ানোর পরিকল্পনা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৫:১৪ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ১৫:৫৭

ঢাকা: রমজান মাসে মাধ্যমিক পর্যায়ে (স্কুল-কলেজ) আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত থাকলেও তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ঈদের আগে স্কুল-কলেজের ছুটি কয়েকদিন বাড়তে পারে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদও ছুটি বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

রোববার (৩ এপ্রিল) মাউশি মহাপরিচালক বলেছেন, শ্রেণি কার্যক্রমের দিনক্ষণ কমিয়ে আনার চিন্তাভাবনা চলছে।  ফলে ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ছুটি বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত মাউশি নেয় না। এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তবে আমরা এ বিষয়ে পরামর্শ দিতে পারি।

এর আগে, গত ২৮ মার্চ এক অফিস আদেশে জানানো হয়েছিল আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখা হবে। আদেশটিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের স্বাক্ষর ছিল।

তখন বলা হয়েছিল, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য শিক্ষা কার্যক্রম চালু রাখা হবে।

তবে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে দেওয়া এই সিদ্ধান্তে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধও করা হয়।

সারাবাংলা/টিএস/একে

টপ নিউজ রমজান মাস স্কুল-কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর