Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার মডেল গ্রহণ করায় শ্রীলংকায় লালবাতি জ্বলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৩:৫৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ১৫:১৮

ঢাকা: ভয়াবহ সংকটে পড়া শ্রীলংকাকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পৃথিবীর যে সব দেশ শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের মডেল গ্রহণ করেছিল তাদের দেশে এখন লালবাতি জ্বলছে।’

‘আমাদের দেশে যেমন উন্নয়নের নামে লুটপাট হচ্ছে ঠিক তেমনি ওইসব দেশেও তাই হয়েছে। তথাকথিত উন্নয়নে সেসব দেশ এখন দেউলিয়া হয়ে পড়েছে। সে সব দেশে এখন বিদ্যুৎ নেই, কাগজের জন্য পরীক্ষা নিতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো, পাঁচশ’ টাকা কেজিতেও চাল মিলছে না। ওইসব দেশের রাষ্ট্রপ্রধানরা জনরোষ থেকে রেহাই পাচ্ছে না।’

বিজ্ঞাপন

রোববার (৩ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

‘বাংলাদেশেও ভয়ংকর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে’— এমন বার্তা দিয়ে রিজভী বলেন, ‘একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার সরকারের প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ নিয়ে রাষ্ট্রের শত কোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গান বাজনায় মেতে রয়েছেন।’

তিনি বলেন, ‘নিজের পিতাকে মহিমান্বিত করার জন্য রাষ্ট্রের তহবিল দেদারসে খরচ করছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের সঙ্গে এমন মশকরা কেবলমাত্র গণবিরোধী জালিম সরকারই করতে পারে। বিনা ভোটের প্রধানমন্ত্রী যখন আমোদ ফুর্তিতে ব্যস্ত তখন দেশে টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা। সেচের পানির অভাবে আত্মহত্যা করছেন কৃষক।’

‘কেবলমাত্র স্বল্প মূল্যের খাবারের আশায় হাজার হাজার বুভুক্ষ মানুষ টিসিবির ট্রাকের পেছনে ছুটছে। বাংলাদেশে বর্তমানে ৪২ শতাংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে। দেশের জনগোষ্ঠীর অধিকাংশ এখন অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণা ও বিদ্বেষ। লোভ-লালসা, প্রতিশোধ-প্রতিহিংসা, এটিই যেন এখন রাষ্ট্রের দর্শন’— বলেন রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিপরীতে ‘জোর যার মুল্লুক তার’ নীতির কারণে, রাষ্ট্র ও সমাজে, মানুষের মনে চরম অস্থিরতা বিরাজ করছে। খাদ্যের অভাবে মানুষ হা-হুতাশ করছে, কর্মহীন বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। চাষের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ তথা সার, বীজ, কীটনাশক, সেচের ব্যবস্থা করতে না পেরে স্বচ্ছল কৃষকও প্রান্তিক পর্যায়ে উপনীত হয়েছে কিংবা আত্মহত্যা করছে।’

রিজভী বলেন, ‘বাজার সিন্ডিকেট, মাফিয়াবৃত্তি, মধ্যস্বত্ত্ব ভোগীদের দাপটে বাংলাদেশের কৃষি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ এরা প্রত্যেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত। কৃষকের স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই। সরকারের নীতি যেন গোটা জাতিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেওয়া। সরকারের হরিলুট হওয়া অর্থভান্ডার পূর্ণ করতেই কৃষি উপকরণসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে।’

কর্মসূচি
প্রেস কনফারেন্সে রুহুল কবির রিজভী জানান— কৃষকদের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জাতীয়তাবাদী কৃষকদল দুইদিনের কর্মসূচি ঘোষণা করছে। কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী বুধবার ( ৬ এপ্রিল) ঢাকায় প্রতিবাদ সমাবেশ এবং বৃহস্পতিবার (৭ এপ্রিল) দেশব্যাপী জেলা ও মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ।

সারাবাংলা/ এজেড/একে

টপ নিউজ বিএনপি রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর