Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনাস্থা প্রস্তাব খারিজ, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২২ ১৪:১১ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ১৬:৫৫

ইমরান খান, ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। এদিকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। খবর দ্য ডন।

রোববার (৩ এপ্রিল) জাতির উদ্দেশ্যে এক ভাষণে ইমরান খান বলেন, প্রেসিডেন্টকে আরিফ আলভিকে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। এই প্রস্তাবটি সংবিধানের ৫ অনুচ্ছেদের বিরোধী বলে অভিহিত করেছেন তিনি।

প্রধানমন্ত্রী ইমরান অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার জন্য জাতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।’

পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ ৫৮ অনুসারে, ‘প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি জাতীয় পরিষদ ভেঙে দেবেন। প্রধানমন্ত্রীর পরামর্শের ৪৮ ঘণ্টার মেয়াদ শেষ হলে তা ভেঙে দেওয়া হবে।’

সারাবাংলা/এনএস

ইমরান খান টপ নিউজ পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর