‘ডনবাস ও দক্ষিণ অঞ্চল দখল করতে চায় রাশিয়া’
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২২ ১২:১১ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ১৪:৩০
৩ এপ্রিল ২০২২ ১২:১১ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ১৪:৩০
রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের ডনবাস এবং দক্ষিণ অঞ্চল দখল করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২ এপ্রিল) এক ভাষণে এই দাবি করেন তিনি। খবর বিবিসি।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রুশ সৈন্যদের লক্ষ্য কি? তারা ডনবাস এবং ইউক্রেনের দক্ষিণ দখল করতে চায়।’
তিনি আরও বলেন, ইউক্রেনের সেনাবাহিনীও তাদের মনোযোগ পূর্ব দিকে সরিয়ে নিচ্ছে। আমরা সচেতন যে পূর্ব দিকে শত্রুর চাপ বাড়ানোর শক্তি মজুদ রয়েছে।’
এদিকে রোববার (৩ এপ্রিল) সকালে কৃষ্ণ সাগর উপকূলে ইউক্রেনের কৌশলগত দক্ষিণের বন্দর শহর ওডেসাতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
সারাবাংলা/এনএস