দুইদিন বিরতির পর ফের সংসদ অধিবেশন শুরু
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১২:১২ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ১৩:২৫
৩ এপ্রিল ২০২২ ১২:১২ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ১৩:২৫
ঢাকা: শুক্রবার ও শনিবার দুইদিন বিরতির পর রোববার (৩ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসেছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছেন। শুরুতেই মন্ত্রীদের জন্য প্রশ্ন জিজ্ঞাসাহ টেবিলে উত্থাপন ও নোটিশসমূহের কার্ক্রম স্থগিত রাখা হয়। এখন আইন প্রণয়ন কার্ক্রম চলছে।
চলমান একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন গত ২৮ মার্চ শুরু হয়। সেদিন বিকেল ৫টায় বসবে অধিবেশন বসে।
নিয়ম অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।
সারাবাংলা/এএইচএইচ/একে