মসজিদে শর্ট সার্কিটে বিস্ফোরণ, হুড়োহুড়িতে আহত ২
২ এপ্রিল ২০২২ ২৩:৪৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ০০:০৬
গাজীপুর: টঙ্গীতে মসজিদে এসির শর্ট সার্কিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) রাত সাড়ে আটটায় টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় শাহী জামে মসজিদের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, তারাবির নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ ওই মসজিদের একটি এসির শর্ট সার্কিট বিস্ফোরিত হয়। পরে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় মুসল্লিরা দ্রুত মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করেন। এসময় পদদলিত হয়ে দুই জন আহত হয়েছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, শনিবার রাতে ওই মসজিদে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। এসময় হঠাৎ একটি এসির বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের সময় মসজিদে থাকা মুসল্লিরা তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হতে থাকেন। তখন দু’জন আহত হয়েছেন।
সারাবাংলা/এমও