Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের তাপমাত্রা ১২২ বছরের সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২২ ২০:২১

১২২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মার্চ মাস পার করেছে ভারত। দেশটির আবহাওয়া অধিদফতরের বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এই মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এর আগে, বছরের শুরুতে ভারতের আবহাওয়া অফিস বলেছিল, ১৯০১ সাল থেকে গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সালটি ছিল ভারতে পঞ্চম উষ্ণতম বছর। মার্চ মাসে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদরা ধারণা করছেন, ভারত ২০২২ সালে উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে।

তবে শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, চলতি বছরের শুরুর দিকে ভারতে উদ্বেগজনক ভাবে কম বৃষ্টিপাত হয়েছে। ভারতে মার্চে বৃষ্টির ঘাটতি প্রায় ৭১ শতাংশ। ১১৪ বছরের মধ্যে চেয়ে কম বৃষ্টির রেকর্ড রয়েছে মাত্র দুই বার। সাধারণভাবে মার্চ মাসে দেশে গড়ে ৩০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

কিন্তু, এবার মার্চে ভারতে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। ১৯০৮ সালের মার্চে ভারতে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার। ১৯০৯ সালের মার্চে বৃষ্টি হয়েছিল ৭.২ মিলিমিটার।

সারাবাংলা/একেএম

টপ নিউজ তাপমাত্রা ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর