Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে: গাজী গোলাম মর্তুজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২২ ০৯:৪০

নারায়ণগঞ্জ: গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সারাদেশের মতো রূপগঞ্জেও ব্যাপক উন্নয়ন হয়েছে। ভুলতায় ফ্লাইওভার হ‌য়ে‌ছে, শীতলক্ষ্যায় সেতু হ‌য়ে‌ছে। রূপগঞ্জের এমন কোনো এলাকা নেই, যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।

শুক্রবার (১ এপ্রিল) রা‌তে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার জাঙ্গীর এলাকায় হযরত শাহ সুফী আলহাজ্ব ইউনুস আল কাদরী (রহঃ) এর ৪০তম ওফাত শরীফ উপলক্ষে ফাতেহা শরীফ ও সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি মাসুম চৌধুরী অপুর সঞ্চালনায় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক হা‌বিবুর রহমান হা‌রেজ, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল সিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসু‌ম প্রমুখ।

এর আগে সন্ধ্যায় রূপগঞ্জ উপ‌জেলার রূপসী স্লুইস গেট এলাকায় যুবলীগ নেতা আলহাজ্ব আজাবুর রহমা‌নের কার্যালয় উদ্বোধন ক‌রেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এ সময় উপ‌স্থিত ছি‌লেন রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তু‌হিন, উপ‌জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক শিলা রানী পাল ও উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল সিকদার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

গাজী গোলাম মর্তুজা টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর