ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর
২ এপ্রিল ২০২২ ০৮:২৬ | আপডেট: ২ এপ্রিল ২০২২ ১৪:০৬
ঢাকা: রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। ওই নিহত গৃহবধূর নাম নাসরিন আক্তার (২০)। এ ঘটনায় তার স্বামী শিপন আহত হয়েছেন।
রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া ১৩ নম্বর রোড এলাকায় গতকাল শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি ফারুকুল আলম জানান, মোটরসাইকেলের পিছনে শিপনের স্ত্রী নাসরিন বসা ছিলেন। তিলপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় নাসরিন। পরে স্বামীসহ পথচারীরা তাকে স্থানীয় খিদমা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামী শিপনও সামান্য আহত হয়েছেন। ওই দম্পতি বর্তমানে সিপাহীবাগ এলাকায় থাকতেন। দুর্ঘটনার পরপরই ময়লার গাড়ি জব্দসহ চালককে আটক করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনএস
গৃহবধূ নিহত দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কা