Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির নেতিবাচক রাজনীতি উন্নয়নের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২২ ২২:০৫ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ২২:১৪

নারায়ণগঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এ অগ্রগতি দেখে বিশ্বের বিভিন্ন দেশ প্রসংশা করছে। আর তারা উন্নয়ন দেখে না।

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকামালদী এলাকায় ‘আস্থা ফিড কারখানা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক, অর্থনৈতিক অন্যান্য সূচক ও মাথাপিছু আয়ের দিক দিয়ে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। গত ১৩ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। এতো উন্নয়ন অনেকের চোখে পরে না। দেশ আরও এগিয়ে যেত যদি নেতিবাচক কোন বাধা বা প্রতিবদ্ধকতা না থাকতো।’

আস্থা ফিডের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও প্রিমিয়ার ব্যাংকের অ্যাডভাইজার মোহাম্মদ আলী।

সারাবাংলা/এমও

তথ্য ও সম্প্রচার মন্ত্রী নেতিবাচক রাজনীতি প্রতিবন্ধকতা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর