Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ. লীগ নেতা টিপু হত্যা: আরেক আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২২ ১৯:০৫ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ২১:১৮

ঢাকা: শাহজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় গ্রেফতার আরফান উল্লাহ দামালের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তার এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ দামালকে আদালতে হাজির করে অস্ত্র আইনে মতিঝিল থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. শওকত আলী এ তথ্য জানান।

এর আগে, গত বৃহস্পতিবার আরফানউল্লাহ দামালকে অস্ত্রসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জনায়, টিপু হত্যা পরিকল্পনার একটি বৈঠক হয় কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ নামে একটি উন্নয়ন সংস্থার অফিসে। সেই গোপন বৈঠকে দামালসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। দামালকে স্থানীয় যুবলীগ নেতা বলে সবাই চেনেন।

এর আগে, ২৪ মার্চ রাত ১০টার দিকে এ হামলার শিকার হন জাহিদুল ইসলাম টিপু। এ সময় গুলিবিদ্ধ হন ওই কলেজ শিক্ষার্থী ও টিপুর গাড়ির চালক। গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে দুইজনকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি অজ্ঞাত নামাদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

গত ২৮ মার্চ শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/একে

আওয়ামী লীগ নেতা টপ নিউজ টিপু হত্যা মতিঝিল আওয়ামী লীগ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর