Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল

সারাবাংলা ডেস্ক
১ এপ্রিল ২০২২ ১৮:০২

চট্টগ্রাম ব্যুরো : পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।

নগরীর দামপাড়া মোড় হয়ে মিছিল কাজির দেউড়ির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ ছাত্রলীগ নেতারা রমজানের পবিত্রতা রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়া ব্যবসায়ীদের প্রতি পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানান।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদকমণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন সানি, আব্দুল আল আহাদ, সরফুদ্দিন সৌরভ, আরজু ইসলাম বাবু, এম হাসান আলী, সদস্য ইমাম উদ্দিন নয়ন, মো. সালাউদ্দিন, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, মো. রাশেদ, মহসীন কলেজের আহ্বায়ক কাজী নাঈম, ইসলামিয়া কলেজের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ, ডবলমুরিং থানার সভাপতি ফরহাদ সায়েম ও সাধারণ সম্পাদক রাকিব হায়দার, চকবাজার থানার সভাপতি জাহেদুল ইসলাম ইরাক, পাহাড়তলী থানার সভাপতি আশিকুর রহমান প্রিন্স ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আরমান, আকবরশাহ থানার সভাপতি জুয়েল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, হালিশহর থানার আহ্বায়ক আবদুর রহিম জিসান, সদরঘাট থানার আহ্বায়ক আজবর হোসেন রাজন, বায়েজিদ থানার আহ্বায়ক ফয়সাল আহমেদ, বাকলিয়ার আহ্বায়ক মিজানুর রহমান, বন্দর থানার সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পতেঙ্গা থানার সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফ এ সময় ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম ছাত্রলীগ ছাত্রলীগের মিছিল মাহে রমজান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর