Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২২ ১২:৪৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে সড়ক দুর্ঘটনায় সোহাগ (১২) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (১ এপ্রিল) ভোর ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

সোহাগের বাবা জহিরুল ইসলাম জানান, তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। বর্তমানে ধলপুর ১৪ নম্বর আউটফল এলাকায় থাকেন। স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত সোহাগ।

তিনি আরও জানান, ভোরে বাসা থেকে বের হয় সোহাগ। সম্ভবক অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়েছিল। পুলিশের মাধ্যমে জানতে পেরেছি যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয় সোহাগ। পরে পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তায় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়েছিল শিশুটি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়।

সারাবাংলা/এসএসআর/এএম

যাত্রাবাড়ী রাজধানী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর