মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার
১ এপ্রিল ২০২২ ১২:০৩ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ১৫:৪৪
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী।
শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। ঘণ্টাব্যাপী পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের।
দেশের ১৮টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল কলেজ কেন্দ্রের অধীনে ৫৭টি পরীক্ষা কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হয়। এরমধ্যে রাজধানী ঢাকায় কেন্দ্র ছিল ১৮টি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন জানান, ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসির ২০০ নম্বর; এই ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। এর বাইরে যারা এমসিকিউর ১০০ নম্বর থেকে ৪০ এর বেশি পাবেন, তাদের মধ্য থেকে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী নেওয়া হবে।
সারাবাংলা/টিআর