Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডনবাসে শক্তিশালী হামলার পরিকল্পনা করছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২২ ১০:৪৩ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ১৬:০৯

ভলোদোমির জেলেনস্কি, ফাইল ছবি

ইউক্রেনের পর্ব অঞ্চল ডনবাসে রাশিয়ার সেনাবাহিনী শক্তিশালী হামলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। খবর আলজাজিরা।

এজন্য রুশ সেনাবাহিনী তাদের শক্তি বৃদ্ধি করছেন। দেশটির ডোনবাসে, মারিউপোল এবং খার্কিবের দিকে এই হামলা করা হবে বলেও ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘ডোনবাসে, মারিউপোল এবং খার্কিবের দিকে শক্তিশালী হামলার জন্য রসদ ও সৈন্য সংগ্রহ করছে রাশিয়ান বাহিনী।’

তিনি আরও বলেন, ‘আমরা রক্ষা করব, আমরা দখলদারদের থামাতে এবং তাদের মন্দ ও বিবেকহীন অপরাধ বন্ধ করতে এবং আমাদের ভূখণ্ড দখল মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। এর পরপরই রাশিয়ার উপর ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমা দেশগুলো। তবে ইউক্রেন ন্যাটো সদস্য না হওয়ায় সরাসরি যুদ্ধে জড়ায়নি কোনো পক্ষ। যদিও ইউক্রেনে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্ররা।

সারাবাংলা/এনএস

ইউক্রেন ভলোদোমির জেলেনস্কি রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর