কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ চায় বাংলাদেশ
১ এপ্রিল ২০২২ ০৮:৫২
ঢাকা: কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ চায় বাংলাদেশ। এজন্য আন্তর্জাতিক মহলের যতো উদ্যোগ রয়েছে তাতে জোরালো সমর্থন অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ঢাকা সফরত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট ভাইস মিনিস্টার চোই জং কুনকে এই আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় আন্তর্জাতিক রাজনীতিরসহ দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিস্তারিত বিষয়ে আলাপ করেন দুই মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক শান্তি অর্জনে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরেছেন ড. মোমেন। একইসঙ্গে নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের বিষয়েও দক্ষিণ কোরীয়ার সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশ।
এ সময় বাংলাদেশের অবকাঠামো খাতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ড. মোমেন। একইসঙ্গে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ও হাই-টেক পার্কের সুবিধা নিয়ে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, তথ্য প্রযুক্তি, হালকা প্রকৌশল ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগের দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশের চলমান উন্নয়নে নিজেদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জং কুন। তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় তার দেশ। এছাড়াও আরও বেশি শিক্ষার্থীর পড়াশোনা ও কাজের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে তৃতীয় ফরেন মিনিস্ট্রি কনসালটেশনে যোগ দিতে ঢাকা এসেছেন জং কুন।
সারাবাংলা/টিএস/এনএস
কোরীয় উপদ্বীপ চোই জং কুন টপ নিউজ দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন