পিপিপিতে বাস্তবায়নের লক্ষ্য ৭৮ প্রকল্প
১ এপ্রিল ২০২২ ০৮:০৬ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ০৮:১৬
ঢাকা: অগ্রগতি হয়েছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি)। আসছে ৭৮টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে ২৭টি প্রকল্প রয়েছে কেনাকাটা ও বাস্তবায়ন পর্যায়ে। বাকিগুলোও আছে বাস্তবায়নের বিভিন্ন ধাপে। ফলে পিপিপির প্রকল্পে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এসব প্রকল্প যুক্ত হয়েছে।
আরএডিপি পর্যালোচনা করে দেখা গেছে, পিপিপির (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) জন্য নির্ধারিত প্রকল্পগুলোর মধ্যে চুক্তি সই পরবর্তী শর্ত প্রতিপালন পর্যায়ে রয়েছে ৮টি প্রকল্প। এছাড়া সিসিইএ (অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীসভা কমিটি) এর চূড়ান্ত অনুমোদন পর্যায়ে রয়েছে একটি প্রকল্প। চুক্তি সই পর্যায়ে রয়েছে একটি প্রকল্প। পরামর্শক নিয়োগ পর্যায়ে রয়েছে ১২টি প্রকল্প। এছাড়া বিস্তারিত সমীক্ষা পর্যায়ে রয়েছে ২১টি প্রকল্প এবং নীতিগত অনুমোদন পরবর্তী প্রাথমিক পর্যায়ে রয়েছে ছয়টি প্রকল্প।
এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সারাবাংলাকে বলেন, আমাদের প্রচুর বিনিয়োগ দরকার। এক্ষেত্রে বেসকারি খাতকে কাজে লাগাতে হবে। এখন দেশে বিনিয়োগ করার মতো অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। এই শ্রেণিকে কাজে লাগাতে কাজ করছে পিপিপি কর্তৃপক্ষ। আরএডিপিতে তালিকায় থাকা প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
পিপিপিতে এগিয়ে থাকা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এমআরটি লাইন-২ প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৯ হাজার ৫৭১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ঢাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যয় হবে ১০ হাজার ৫৬৫ কোটি ৫০ লাখ টাকা। কন্সট্রাকশন অব হাই-রাইজ রেসিডেনসিয়াল অ্যাপার্টমেন্ট বিল্ডিং ফর লো অ্যান্ড মিডিল ইনকাম গ্রুপ অব পিপল এটি ঝিলমিল রেসিডেনসিয়াল প্রজেক্ট ঢাকা প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৯ হাজার ৯৭৯ কোটি টাকা।
এছাড়া ডেভলপমেন্ট ওয়াটার ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই ফ্যাসিলিটিজ এটি পূর্বাচল নিউ টাউন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৬৮০ কোটি টাকা। মিরপুর ইনট্রিগ্রেটেড টাউনশিপ ডেভলপমেন্ট প্রকল্পে ব্যয় হবে ৮ হাজার ২৭৯ কোটি টাকা। আপগ্রেডিং অব ঢাকা বাইপাস টু চার লেন প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ৫১ কোটি ৫০ লাখ টাকা। ইমপ্রুভমেন্ট অব হাতিরঝিল-রামপুরা-বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শেকেরজায়গা-আমুলিয়া ডেমরা হাইওয়ে ইনটু চার লেন প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ২১৮ কোটি ৫০ লাখ টাকা। আপগ্রেডিং অব গাবতলি-সাভার-নবীনগর ফোর লেন এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৮৯০ কোটি টাকা। ইমপ্রুভমেন্ট অব ঢাকা (জয়দেবপুর) ময়মনসিংহ এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩ হাজার ৩৫৩ কোটি ২৫ লাখ টাকা।
পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ সারাবাংলাকে বলেন, পিপিপির প্রকল্পগুলোর গতি বাড়াতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যেই অনেকগুলো প্রকল্পের বাস্তবায়ন পর্যায়ে বেশ অগ্রগতি হয়েছে। আমাদের প্রচেষ্টা আছে যেন পিপিপিতে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়।
পিপিপির তালিকায় থাকা আরও কয়েকটি প্রকল্প হলো- ডেভলপমেন্ট অব অকুপেশন ডিজেজ হসপিটাল, লেবোর ওয়েলফেয়ার সেন্টার অ্যান্ড কমার্শিয়াল কমপ্লেক্স এটি চাষাড়া নারায়ণগঞ্জ প্রকল্প। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৯৭ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ডেভলপমেন্ট অব টেক্সটাইল মিল এটি টঙ্গি, গাজীপুর প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব কটন মিলস প্রজেক্ট ইন টাঙ্গাইল প্রকল্পে ব্যয় এক হাজার ২৭৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস: আর আর প্রকল্পে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইলস মিলস: ডস্ট টেক্সটাইল লিমিটেড ফেনী প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস: মাগুরা টেক্সটাইল মিলস মাগুরা প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভেলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস রাজশাহী প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস চিটাগাং প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস রাঙ্গমাটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস: দ্যা এশিয়াটিক কটন মিলস চিটাগাং প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস: জলি টেক্সটাইল লিমিটেড চিটাগাং প্রকল্প বাস্তবায়নে ব্যয় ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস: বেঙ্গল টেক্সটাইল মিলস, যশোর প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি সুন্দরবন টেক্সটাইল মিলস সাতক্ষীরা প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি দিনাজপুর টেক্সটাইল মিলস প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস নীলফামারি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা। ডেভলপমেন্ট অব বিটিএমসি টেক্সটাইল মিলস আফসোর প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪২৫ কোটি টাকা।
আরও আছে সেকেন্ড পদ্মা মাল্টিপারপাস ব্রিজ অ্যাট পটুরিয়া গোয়ালন্দ প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় হবে ১২ হাজার ৭৫০ কোটি টাকা। কন্সট্রাকশন অব বে টারমিনাল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৭ হাজার ৭৫৬ কোটি ৫০ লাখ টাকা। কমলাপুর মাল্টি-মডেল হাব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২২ হাজার ৫৭ কোটি ৫০ লাখ টাকা। নিউ মর্ডান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অব ২৫০ বেডস অন দ্যা আনইউজড ল্যান্ড খুলনা প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৮৫০ কোটি টাকা এবং ইস্টাবিলিশমেন্ট অব এ ৫০০ বেড মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ১০০ সিট মেডিকেল কলেজ অন বাংলাদেশ রেলওয়ে সিট ইন নীলফামারি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা।
সারাবাংলা/জেজে/এসএসএ