স্বাস্থ্যসেবা পুরস্কার পেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
১ এপ্রিল ২০২২ ০০:১৮
ঢাকা: বাংলাদেশের স্বাস্থ্য সেবায় অবদান রাখায় বিশেষ ক্যাটাগরিতে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ এ পুরস্কৃত হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এদিনের অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিত মোট ৪৭টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি হিসেবে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
ঢামেক হাসপাতাল পরিচালক বলেন, ‘এই অর্জন স্বাস্থ্যসেবায় আমাদের সকলের অক্লান্ত প্ররিশ্রমের ফল। কোভিড দুর্যোগেও ঢাকা মেডিকেল সবার সেরা সেবাটাই দিতে চেয়েছে। স্বাস্থ্যসেবায় এখনো সকলের ভরসার জায়গা ঢাকা মেডিকেল।’
পরিচালক বলেন, ‘এই হাসপাতালের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনতে আমরা বদ্ধ পরিকর। নামীদামি হাসপাতালের মতন no bed, no service system চালু করলে দেশের আনাচে কানাচে থেকে যারা এক বুক আশা নিয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসেন চিকিৎসা নিতে, তাদের অধিকাংশই শূণ্য হাতে ফিরে যেতে হতো। সবাই চাইলেও নামীদামি হাসপাতালে ভিড় করতে পারেন না। সীমিত সম্পদেই সেরা সেবাটা দিতে চাই আমরা। শত ভুলের মাঝেও গর্ব হয় ঢাকা মেডিকেল পরিবারের সদস্য হতে পেরে।’
হাসপাতালটির উপর আস্থা রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রণালায় এবং অধিদফতরের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পরিচালক নাজমুল হক।
উল্লেখ্য, অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিত ৪৭টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সেরা ১০টি উপজেলা হাসপাতাল, সেরা ৫টি জেলা হাসপাতাল, সেরা ৩টি মেডিকেল কলেজ ও সেরা ২টি বিশেষায়িত পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সেরা ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে ঢাকা মেডিকেল কলেজকে পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও সচিব সাইফুল হাসান বাদল ঢামেক হাসপাতালের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আশরাফুল আলমসহ আরও অনেকেই।
সারাবাংলা/এসএসআর/একে