Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেটে ফেলা হয়েছে ২ হাজার তরমুজ গাছ, দিশেহারা ৩ বর্গাচাষি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২২ ২০:৪০

পটুয়াখালী: কলাপাড়ায় তিন বর্গাচাষির দুই হাজার তরমুজ গাছ উপড়ে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাতে ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এতে ওই তিন কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- দুদা হাওলাদার, রুবেল ও ইদ্রিস। বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর ধরে রাজু হাওলাদার গং ও শাহালম মৃধা গংদের মধ্যে ৩ একর জমি নিয়ে মামলা চলে আসছে। রাজু হাওলাদারের কাছ থেকে নেওয়া বর্গা চাষকৃত ওই জমির সব গাছেই ফল ধরেছিলো।

গাছ কাটার ঘটনায় শাহালম মৃধার নেতৃত্বে হয়েছে বলে দাবি বর্গা চাষিদের। কারণ শাহালম মৃধার মামলায় রাজু হাওলাদারসহ ৮ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এমআর সাইফুল্লাহ জানান, ঘটনাস্থলে মাঠ কর্মীদের পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

তরমুজ তরমুজ গাছ বর্গাচাষি