হাইকোর্টে বিচারকাজ পরিচালনায় ৫০টি বেঞ্চ গঠন
৩১ মার্চ ২০২২ ২০:১৬ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ০০:৪০
ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনায় ৫০টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বৃহস্পতিবার (৩১ মার্চ) হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠন করে দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করছি যে, আগামী ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হলো।’
বিজ্ঞপ্তিতে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের বিচারিক এখতিয়ারসহ বিচারপতিদের নাম উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ মার্চ থেকে আজ (৩১ মার্চ) পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটিতে ছিল। এ সময়ে অবকাশকালীন কয়েকটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল। আগামী ৩ এপ্রিল (রোববার) থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচার কাজ চলবে।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম