Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুবাইলে এনা’র বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২২ ১৯:৪৩ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ২০:০০

গাজীপুর: মহানগরীর পূবাইল থানার মীরেরবাজার চৌরাস্তা এলাকায় এনা পরিবহনের বাসের চাপায় অজ্ঞাত এক নারী (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মীরেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে পায়ে হেঁটে মীরেরবাজার চৌরাস্তা পার হচ্ছিলেন ওই নারী। সে সময় ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫১৫৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমও

এনা পরিবহন নারীর মৃত্যু পুবাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর