Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাটকা নিধন বন্ধে বঙ্গোপসাগরে নৌ র‌্যালি

সারাবাংলা ডেস্ক
৩১ মার্চ ২০২২ ১৮:৫৭ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৯:০৭

চট্টগ্রাম ব্যুরো: ইলিশ রক্ষায় জাটকা নিধন না করার আহ্বান জানিয়ে বঙ্গোপসাগরে নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নৌ পুলিশ ও মৎস্য অধিদফতর যৌথভাবে এ র‌্যালির আয়োজন করে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট থেকে আকিলপুর পর্যন্ত এলাকায় নৌপথে এই র‌্যালি হয়েছে।

সাগর তীরে র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম, বিভাগীয় মৎস্য অধিদফতরের পরিচালক আব্দুস ছাত্তার, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা ও সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন এবং সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন।

সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তারা স্থানীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিদের জাটকা না ধরার আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/টিআর

জাটকা সংরক্ষণ নৌ পুলিশ নৌ র‌্যালি মৎস্য অধিদফতর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর