Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারের সমস্যা সিনিয়র সদস্যরা নিষ্পত্তি করবেন, সংসদে আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২২ ১৫:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৭:৩৪

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের অঙ্গুলি হেলনে চলে না। সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সমিতির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক নেতারা মিলে নিষ্পত্তি করবেন। আইনজীবী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সংসদে বিএনপির এমপি হারুনুর রশীদের দেওয়া এক বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রীর এই বক্তব্যের আগে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে দুই সপ্তাহেও ফলাফল ঘোষণা করা হয়নি। ৫০ বছরের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। এটা হতে পারে না। এটা বিরাট লজ্জার।

আইন পাসের পর হারুনের বক্তব্যের জবাব দিতে অনির্ধারিত আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা নিয়ে সদস্য ও প্রার্থীদের আপত্তি রয়েছে। এ বিষয়ে কী হবে তা সমিতি ঠিক করবে। গতকাল তারা সভা করেছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, সমিতির জ্যেষ্ঠ সদস্য এবং সাবেক সভাপতি- সম্পাদকেরা বসে সিদ্ধান্ত নেবেন, সেটা কীভাবে নিষ্পত্তি হবে। এটা সরকারের ঘাড়ে চাপানো ঠিক হয়নি।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর