Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদী থেকে সৌদি প্রবাসী বাবা-মেয়ের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২২ ১২:৫৪

জামালপুর: সরিষাবাড়ি উপজেলায় ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের জালেক মন্ডলের ছেলে সৌদি প্রবাসী আব্দুল আজিজের সঙ্গে তার ভাই মো. আজাহারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক বিরোধে আজিজের পরিবারের উপর হামলা হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন ৩৫ বছর বয়সের আব্দুল আজিজ ও তার ৫ বছর বয়সের কন্যা জান্নাত। পরে বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তাদের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

জামালপুর সরিষাবাড়ি উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর