চট্টগ্রামে শিশু ধর্ষণে গ্রেফতার তরুণ
৩১ মার্চ ২০২২ ১২:৩১ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ১২:৩৪
চটগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মাদরাসায় পড়ুয়া ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে গতকাল বুধবার (৩০ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. শাহীন (১৯) সীতাকুণ্ড উপজেলার ইয়াসিন নগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাড়িও একই এলাকায়। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
র্যাবের চট্টগ্রাম জোনের হাটাহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান সারাবাংলাকে জানান, গত ২৩ মার্চ মাদরাসা থেকে বাড়ি ফেরার পর প্রতিবেশি তরুণ শাহীন তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। শাহীন ও শিশুটির বাবা-মা কেউই তখন ঘরে ছিল না।
শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। এসময় কৌশলে শাহীন পালিয়ে চলে যায়। পরে পাশের উপজেলা মীরসরাইয়ের জোরারগঞ্জে দূরসম্পর্কের মামার বাড়িতে গিয়ে আত্মগোপন করে সে।
আক্রান্ত শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। এরপর ২৭ মার্চ সীতাকুণ্ড থানায় মামলা করে তার বাবা। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/আরডি/এনএস