Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২২ ১০:৫৯ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৪:৫০

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জে: জেলার সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মো. জুয়েল (৩০)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোররাত সাড়ে ৪টায় ফকির কান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

নিহত জুয়েল চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা ফকিরকান্দি এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে।

নিহতের চাচাতো ভাই ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুন ফকির বলেন, ‘বেশকিছুদিন ধরেই মেম্বার (ইউপি সদস্য) মন্টু দেওয়ানের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। তারা প্রায়ই আমাদের গ্রুপের লোকজনদের হুমকি দিয়ে আসছিল। বর্তমানে আলুর মৌসুমে ক্ষমতায় নেওয়ার জন্য এ হত্যাকাণ্ড ঘটাল।’

তিনি আরও বলেন, ‘আজ ফজরের নামাজের জন্য বাসা থেকে বের হওয়ার পর জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর জমিতে লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকরীরা।’

এ অভিযোগের বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মন্টু দেওয়ান বলেন, ‘আমি ঢাকায় আছি। এ ব্যাপারে আমার জানা নেই। তারা নিজেরাই হত্যা করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’

এ বিষয়ে ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পায়ে গুলির চিহ্নও পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনএস

আধিপত্য বিস্তার যুবক নিহত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর