দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩
৩১ মার্চ ২০২২ ০৮:৫৫ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ১২:২১
দিনাজপুর: জেলার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতাসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টায় উপজেলার আলমনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ওই উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া (৩০)। এর মধ্যে নিহত কিররিয়া উপজেলার বিনোদনগর ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত তিনজন মোটরসাইকেলে করে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ যাবার পথে আলমনগর এলাকায় পৌঁছিলে অজ্ঞাতনামা গাড়ি তাদের ধাক্কা দেয়। এ সময় তিনজনই মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় নিহতদের মরদেহ প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি ফেরদৌস ওয়াহিদ।
সারাবাংলা/এনএস