Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে উদ্ভিদবিজ্ঞান সম্মেলন শুরু

রাবি করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ২২:১৮

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন-২০২১ শুরু হয়েছে।

বুধবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।

বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক মো. আবুল বাসারের সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ফারজানা আশরাফি নীলা।

সম্মেলনে দেশ-বিদেশের প্রায় দুইশত উদ্ভিদবিজ্ঞানী, শিক্ষক ও গবেষক অংশ নিচ্ছেন।

সারাবাংলা/একে

উদ্ভিদ বিজ্ঞান রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর