Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় জোড়া খুনের রায়: ২ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ২১:২৪

ভোলা: ভোলার চাঞ্চল্যকর ডবল মার্ডার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে মামলার প্রধান আসামি মামুনুর রশিদ মামুন এবং তার সহযোগী মো. ফিরোজকে (পলাতক) ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মামুনের ছেলে শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামুনের অপর ছেলে আরিফ ও স্ত্রী রেহানা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মুহসিনুল হক এ রায় ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ভোলা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা স্যারের মৃত্যুর পর পৈত্রিক জমি জমার বিরোধকে কেন্দ্র করে মামুন এবং তার ছোট ভাই মাসুমের সঙ্গে বিরোধ বাঁধে। ওই বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে বাপ্তা ভোটের ঘর এলাকায় তাদের বসত বাড়ির সামনে মামুন ও তার সহযোগী ফিরোজ ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রথমে তার ছোট ভাই মাসুমকে হত্যা করে। এ সময় সংবাদ পেয়ে মাসুমের শ্যালক জাহিদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু জাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত জাহিদের পিতা এবং অপর নিহত মাসুমের শ্বশুর মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ো ভোলা থানায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যাকাণ্ডের পরপরই মামলার প্রধান দুই আসামি মামুন এবং ফিরোজ পালিয়ে যায়। অপর তিন আসামি মামুনের স্ত্রী রেহানা বেগম, এবং দুই ছেলে শরীফ ও আরিফকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার ১ নম্বর আসামি মামুনকে পাবনা থেকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু দ্বিতীয় আসামি ফিরোজ এখনও পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

মামলার বাদী মোস্তাফিজুর রহমান জানান, আসামিরা পরিকল্পিতভাবে তার ছেলে এবং জামাতাকে হত্যা করেছে। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সারাবাংলা/একে

জোড়া খুন ভোলা হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর